Recent comments

ads header

Breaking News

দক্ষিণ দিনাজপুরে করোনা সংক্রমণ বেড়ে দাঁড়ালো ১৭৬৫ জন, ট্রাভেল হিস্ট্রি ছাড়াই আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: 
নতুন করে আরও ৬৪ জনের শরীরে ধরা পড়লো করোনা সংক্রমণ। গত  ৫ ও ৬ অগাস্ট লালা সংগ্রহ করে পরীক্ষার জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিআরডিএলে পাঠানো হয়েছিল বলে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর। সেখান থেকে ৫১ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। বাকি ১৩ জনের অ্যান্টিজেন ও ট্রুনাট টেস্ট পজিটিভ এসেছে।

নতুন করে আক্রান্তদের মধ্যে বালুরঘাট শহরের ৮ জন,  বালুরঘাট গ্রামীণ এলাকার ১৬ জন, তপনের ২ জন, গঙ্গারামপুর শহরের ৫ জন, গঙ্গারামপুর ব্লকের ১২ জন,  বংশিহারীর ৪ জন, বুনিয়াদপুরের ৩ জন ও কুমারগঞ্জ ব্লকের ১ জন সংক্রামিত হয়েছেন । সংক্রামিতদের  কারও ট্রাভেল হিস্ট্রি নেই বলে জানা গিয়েছে। এর ফলে জেলায় মোট সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৬৫ জন। জেলায় মোট আক্রান্তদের মধ্যে  মোট ১১৩৯ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

No comments