বাদুলীয়া সি জি গ্রুপের পক্ষ থেকে ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হল
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: আজ ১৫ই আগস্ট সারা দেশ তথা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের বাদুলীয়া বাজারে বাদুলীয়া সি ,জি গ্রুপের পক্ষ থেকে ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো।
এ দিন জাতীয় পতাকা উত্তোলন করেন ট্রাফিক DSP(পূর্ব বর্ধমান) আব্দুল কায়ুম।
এছাড়াও উপস্থিত ছিলেন সেহারাবাজার বাজার ট্রাফিক গার্ডের ওসি সুকুমার মন্ডল সহ আরো অন্যান্য অনেকে।
পতাকা উত্তোলনের পাশাপাশি বাদুলীয়া বাজারে পথ চলতি মানুষদের মাস্ক এবং
স্যানিটাইজার বিতরণ করা হয় এদিন। ট্র্যাফিক DSP আব্দুল কায়ুম এর হাত দিয়ে হেলমেট বিহীন বাইক আরোহীদের হেলমেট প্রদান করা হয়। এবং সেহারাবাজার ট্রাফিক ওসি সুকুমার মণ্ডল -র হাতে বেশ কিছু হেলমেট, মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয় সি জি গ্রুপের পক্ষ থেকে।
এছাড়াও এলাকার কয়েক জন শারীরিক প্রতিবন্ধীর বাড়িতে গিয়ে হুইল চেয়ার প্রদান করেন সি জি গ্রূপের সদস্যরা ।
সি জি গ্রূপের সম্পাদক শেখ তৈসীফ রহমান (রনি ) জানান, "বেশ কিছু ত্রিপল আনা হয়েছে এলাকার দুস্থ মানুষদের বিতরণ করার জন্য , সেই ত্রিপল বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছে আমাদের সি জি গ্রুপের ক্লাব সদস্যরা। করোনা বিধি মেনেই আজ আমরা ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম"।
No comments