বাগদায় নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী বিএসএফ কনস্টেবল
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
উত্তর ২৪ পরগনা বাগদা থানার চোয়াটিয়া বি ও পি তে কর্মরত ছিল উত্তর প্রদেশের বাসিন্দা বিএসএফ কনস্টেবল বিকাশ কুমার(২৮)। রবিবার সন্ধ্যায় ডিউটি থেকে বি ও পি তে ফেরার সময় নিজের ইনসাস রাইফেল থেকে নিজের দিকে তাক করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় বিকাশের।
No comments