সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে শুনশান পূর্ব মেদিনীপুরের রাস্তাঘাট
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনের লকডাউন শুরু হয়েছে।সকাল থেকেই আকাশের মুখ ভার।তবে রাস্তাঘাট থেকে দোকানপত্র প্রায় বন্ধ। পূর্ব মেদিনীপুর জেলার প্রায় সর্বত্রই চিত্রটা একই।বিশেষ করে দেউলিয়া বাজার পুরোপুরি বন্ধ। রয়েছে পুলিশি টহলদারী।রাস্তাঘাট মোটের ওপর শুনশান।মেছেদার ছবিটি একই।এখানেও দোকানপাট বন্ধ। সবমিলিয়ে মানুষ লকডাউন মেনে চলছে।
No comments