মা হতে চলেছে শীলা, বেঙ্গল সাফারি পার্কে খুশির হাওয়া
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
ফের নতুন সদস্য আসতে চলেছে বেঙ্গল সাফারী পার্কে। আবার গর্ভবতী হয়েছে শীলা। মনে আছে তো সেই শীলাকে। এই শীলাই এর আগে তিনটি বাচ্চা দিয়েছিল।যার মধ্যে একটি বাঘ ছিলো সাদা বর্ণের। এবার আবার সে গর্ভবতী হয়ে পড়েছে। তবে এবার তার সাথীর পরিবর্তন হয়েছে। প্রথমবার স্নেহাশীস ছিলো তার সাথী এবার তার সাথী হয়েছে বিভান। এই লকডাউনে বিভান আর শীলার মেলামেশাতেই শীলা গর্ববতী হয়ে পড়ে। এই বিষয়ে সাফারী পার্কের ডিরেক্টর ধরম দেও রাই বলেন যে প্রথমের তিনটি বাচ্চার মধ্যে একটি মারা গেলেও এখনও দুটো বাচ্চা বেশ ভালো আছে। এবার আবার নতুন সদস্য আসার দিনগোনা শুরু। এর পাশাপাশি তিনি আরও বলেন যে ইতিমধ্যেই শীলাকে বিশেষ নজরদারীতে রাখা হয়েছে। এবং প্রয়োজনীয় ব্যাবস্থাও নেওয়া হচ্ছে। এর পাশাপাশি তিনি আরও বলেন যে পার্কের বাকি পশু পাখিরাও ভালো আছে।
No comments