স্বাধীনতা দিবসের প্রাক্কালে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে রাস্তায় শুরু হল নাকা চেকিং
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: দক্ষিন দিনাজপুর: সামনেই ১৫ ই আগস্ট। আর এই দিনকে সামনে রেখে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জেলা দক্ষিণ দিনাজপুর। জেলায় যাতে কোনরূপ অনভিপ্রেত ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে শুরু হল নাকা চেকিং। এদিন জেলা পুলিশের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ডাবরা এলাকায় ৫১২ নং জাতীয় সড়কে চলে নাকা চেকিং। পুলিশের উদ্যোগে এলাকায় সীমান্তবর্তী হিলি থেকে যাওয়া আসার ছোট বড়ো গাড়ি গুলিতে তল্লাশি চালানো হয়। পাশাপাশি যাত্রীদের মধ্যে তল্লাশি চালানো হয়। শুধু চেকিংয়ের উদ্দেশ্যে থেমে না থেকে পাশাপাশি করোনা সংকটের জেরে হিলি বালুরঘাট রুটে যেসব যাত্রী যাতায়াত করছেন তাদের মুখে যদি মাস্ক না থাকে তাহলে তাদের সতর্ক করা হচ্ছে হিলি ব্লক পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি তাদের মাস্ক পড়ার কোথাও পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। স্বাধীনতা দিবসের জেরে এই কর্মকাণ্ড জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।
No comments