শিলিগুড়ির অদূরে অধিকার পল্লীতে প্রাচীর চাপা পড়ে মৃত্য মহিলার, আহত আরও ১
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের অধিকারপল্লীতে গোডাউনের প্রাচীর চাপা পড়ে মৃত্য হল এক মহিলার। এবং এই ঘটনায় আহত হন আরও একজন। মৃতের নাম মেহেরুন নেসা(৪০)। আহতের নাম পশিমন খাতুন ( ৭০)। জানা গিয়েছে যে শুক্রবার রাতে প্রাচীরটি হুরমুরিয়ে ভেঙে পড়ে বাড়ির উপর। এরপর এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। এবং সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মেহেরুন নেসাকে মৃত বলে ঘোষণা করেন। অপর পশিমন খাতুন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের অভিযোগ যে ওই প্রাচীরটি মজবুতভাবে করার জন্য কয়েকবার গোডাউনের মালিককে বলা হলে। কিন্তু কোন রকম ব্যবস্থা নেয়নি।
No comments