এলাকার বর্জ্য না নেওয়ার অভিযোগ বারাসাত পৌরসভার বিরুদ্ধে, রোগ প্রাদুর্ভাবের সম্ভাবনা এলাকায়
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
দীর্ঘদিন ধরেই বারাসাত বিধান মার্কেট এলাকায় জমছে আবর্জনা ও বর্জ্য পদার্থ, কিন্তু পৌরসভার কোনো হেলদোল নেই,বর্জ্য পদার্থ নির্গমনের ক্ষেত্রে উদাসীনতা দেখাচ্ছে বারাসাত পৌরসভা,এমনি অভিযোগ ওই এলাকার স্থানীয় ব্যাবসায়ীদের।শুধু তাই নয়, পৌরসভায় গারবেজ কালেকসন এর নামে টাকা জমা করেও মিলছে না সুরাহা,দাবী ব্যাবসায়ী দের।ফলে এই অতিমারীর সময় ডেঙ্গু সহ পতঙ্গ বাহিত রোগের প্রাদুর্ভাবের সম্ভবনা থাকছে।এদিকে এ বিষয় বারাসাত পৌরসভার প্রশাসক সুনীল মুখার্জী জানান,আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রে ওই এলাকার বাজার সমিতির পদ্ধতি গত ত্রুটি আছে,আমি বিষয়টি জেনে যথোপযুক্ত ব্যাবস্থা নিচ্ছি। তবে প্রশাসনের এই অব্যাবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।
No comments