ওয়েস্ট বেঙ্গল এম.আর.রেশন ডিলার্স এসোসিয়েশনের পক্ষ থেকে গঙ্গারামপুরে পালিত হলো দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: ওয়েস্ট বেঙ্গল এম.আর.রেশন ডিলার্স এসোসিয়েশনের পক্ষ থেকে গঙ্গারামপুরে পালিত হলো দেশের ৭৪তম স্বাধীনতা দিবস।সেই সঙ্গে পথচলতি মানুষদের সচেতন করতে বিলি করা হলো মাস্ক। শনিবার গঙ্গারামপুর ডিবি রোড এলাকায় আয়োজন করা হয়েছিল স্বাধীনতা দিবস পালনের। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এম.আর.রেশন ডিলার গঙ্গারামপুর শাখার সেক্রেটারি ওমপ্রকাশ কানু,কমলেশ চন্দ্র ফৌজদার,বিমল সরকার,রাজু দাস,ভবেশ রায়। এদিন পতাকা উত্তোলন ও শহীদের শ্রদ্ধা জানিয়ে দেশের ৭৪তম স্বাধীনতা দিবস পালন করা হয় সংস্থার পক্ষ থেকে। সেই সঙ্গে করোনা মোকাবিলায় সাধারণ মানুষদের সচেতন করতে বিলি করা হলো ৩হাজার মাস্ক।আজ ১৫ই আগস্ট দেশের ৭৪তম স্বাধীনতা দিবস।গোটা দেশে পালিত হচ্ছে দিনটি পিছিয়ে নেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর। শনিবার সকাল থেকেই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পালন করা হয়েছে দিনটি। সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল এম.আর.রেশন ডিলার্স এসোসিয়েশনের গঙ্গারামপুর থানা কমিটির পক্ষ থেকেও পালন করা হলো দিনটি সেই সঙ্গে করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিলি করা হলো প্রায় ৩হাজার মাস্ক।
No comments