কোলাঘাট শহরে আজও প্রবেশ করলো রূপনারায়ন নদীর জোয়ারের জল
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
অমবস্যার কোটালে রূপনারায়ন নদের জল বাঁধছাপিয়ে জল প্রবেশ করলো রাস্তা সহ বাড়িতে।গতকাল অর্থাৎ বৃহস্পতিবারের মতোই আজও একই ভাবে নদের জল লোকালয়ে প্রবেশ করে।তবে গতকাল ও আজকের জোয়ারের তীব্রতা বা জলস্ফিতি ছিলো যথেষ্ট।বিগড বেশকয়েক বছরে এমন উচ্চমাত্রায় জোয়ার কোলাঘাট এলাকায় দেখাযায়নি বলে জানান এলাকাবাসীরা।তবে একদিকে বৃষ্টি ও অন্যদিকে জোয়ারের জলস্ফীতি দুয়ের জোড়া তান্ডবে যথেষ্টই আতঙ্কে কোলাঘাটবাসী।একদিকে কোাঘাটের বাবুয়া গ্রামে ও কোলাঘাট স্কুলমোড় এলাকায় নদীবাঁধে বেশকিছুটা পরিমানে ফাটল দেখাদেয়।তারপাশাপাশি জোড়া শাঁড়াশি আক্রমন বৃষ্টি ও জোয়ার সবমিলিয়ে চরম আতঙ্কে কোলাঘাটবাসী।যদিও গতকাল থেকে কোলাঘাট ব্লক প্রশাসন ও সেচদপ্তরের উদ্যোগে নদীবাঁধ এলাকায় বস্তাদিয়ে বাঁধ মেরামতির কাজে হাতলাগানো হয়।কোলাঘাট ব্লকের বিডিও মদন মন্ডল সহ কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজকুমার কুন্ডুর তত্বাবধানে আজও সকাল থেকে বাঁধ মেরামতির কাজ শুরু হয়।তবে রাজকুমার বাবু জানান,নদীবাঁধের ফাটলের কাজ কোটাল কেটেগেলে দ্রুততার সহিত কাজ শুরু হবে।অন্যদিকে গতকাল থেকে নদীবাঁধ মেরামতি কেমন হচ্ছে তা দেখবার জন্য আজ সকালে কোলাঘাট কোল্ডস্টোরেজ মোড় এলাকায় আসেন বিরোধী বিজেপি দলের রাজ্যস্তর ও জেলা স্তরের নেতৃত্ব।সকালে ঘটনাস্থলে আসেন বিজেপি র জেলা সভাপতি নেতা নবারুন নায়েক,এছাড়াও ছিলেন রাজ্যনেতা অনুপম মল্লিক,জেলাস্তরিয় নেতা দেবব্রত পট্টনাঁয়েক,স্থানীয়নেতা রঞ্জিত ভট্টাচার্য সহ স্থানীয় নেতৃত্বরা।
No comments