প্রবল জলোচ্ছ্বাসের ফলে তাজপুর, শংকরপুর সহ বিভিন্ন এলাকা ভেসে গেল নোনা জলে
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: প্রবল জলোচ্ছ্বাস এর জেরে শঙ্করপুর থেকে তাজপুরের বাঁধ কিছুটা ভেঙ্গে জলমগ্ন হল কয়েকটি গ্রামের মানুষ। জলমগ্ন ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর পরিমাণে ধান চাষ থেকে সবজি চাষ। এর ফলে কিছু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিন সকালে পরিদর্শনে রামনগর এক ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র।
জানা গেছে এই দিন চাঁদপুর তাজপুর জলধা সহ একাধিক গ্রামে নোনা জল ঢুকে পড়ে। এরপরে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর মানুষ। আতঙ্কের মধ্যে দিন গুণছে এলাকার বাসিন্দারা
No comments