সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকাতেও পালিত হল লকডাউন
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: রাজ্য সরকারের ডাকা লকডাউন ঘিরে পূর্ব বর্ধমান জেলার, দক্ষিণ দামোদর এলাকার বিভিন্ন বাজার সহ রাস্তাঘাট কার্যত জনমানব শূন্য। সামান্য দু-একটি গাড়ি রাস্তায় দেখা মিললেও সেইসব গাড়ি রাস্তায় বের হওয়ার কারণ দর্শাতে হচ্ছে পুলিশকে। বেগতিক দেখলেই আটকানো হচ্ছে তাদের। এদিন সকাল থেকেই দক্ষিণ দামোদর এলাকার সেহারাবাজার, মোগলমারি, মিরেপোতা বাজার সম্পূর্ণ লকডাউনের আবহেই ছিল। ওষুধের দোকান ব্যতীত বন্ধ রয়েছে দোকানপাটসহ সবকিছুই। সকাল থেকেই করোণা মহামারী রুখতে রাজ্য সরকারের জারি করা পূর্ণ লকডাউন সফল করতে জেলা জুড়ে পুলিশ প্রশাসনের ভূমিকা ছিল সর্বাত্মক। সাধারণ মানুষজনকেও লকডাউন মেনে, জরুরী কাজ ছাড়া ঘর থেকে বাইরে বেরোতে দেখা গেল খুব কমই।
No comments