পথচলতি মানুষের মধ্যে মাস্ক বিতরণ করলেন বারাসাত জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
সৌভিক সরকার, নিউজ অনলাইন: মাস্কবিহীন পথচলতি মানুষকে মাক্স বিতরন করলেন বারাসাত পুলিশ জেলার সুপার অভিজিৎ ব্যানার্জি। পরে তিনি বারাসাত সদরের বিভিন্ন কোনটেনমেন্ট জোন গুলি ঘুরে দেখেন। তবে বারাসাত পুলিশ জেলার অন্যত্র কোনটেনমেন্ট জোন গুলি নিয়ে মানুষের মধ্যে নানান প্রশ্ন দেখা দিচ্ছে। তাদের দাবি ওই সব এলাকার অবস্থা তথৈবচ। যদিও এদিন এসপি আশ্বাস দেন কোনটেনমেন্ট জোনের মধ্যে থাকা মানুষদের সব ধরনের সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। এখন দেখবার আগামী সাতদিন এই ব্যবস্থা কতটা সুষ্ঠভাবে দিতে পারে পুলিশ।
No comments