কোলাঘাট বিট হাউস থানার পক্ষ থেকে পথচলতি মানুষকে মাস্ক বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বীট হাউস থানার পক্ষ থেকে এই করোনা আবহের সময়ে ব্যতিক্রমি উদ্যোগ গ্রহন করলো।গত কয়েকদিন ধরে দিনে সন্ধ্যায় বা রাতে মানুষকে করোনা সচেতনতার জন্য এবং এলোমেলো ভাবে মাস্ক বিহীন ঘোরা মানুষদের লাঠি উঁচিয়ে সাবধান করেছে আবার কোথাও লাঠিচার্জের অভিযোগও রয়েছে পুলিশের বিরুদ্ধে। তবে কোলাঘাট বীট হাউস থানার পুলিশের আজকে ব্যতিক্রমি উদ্যোগে খুশি কোলাঘাটবাসী।এদিন কোলাঘাট বীট হাউস থানার আই সি সমর মিশ্রের উদ্যোগে কোলাঘাট বাজার এলাকায় পথ চলতি মানুষ, হাটে বাজারে ক্রেতা বিক্রেতাদের হাতে তুলে দিলেন মাস্ক।এদিন সাধারন মানুষকে করোনা সম্পর্কে সচেতনতা যেমন করা হয়,তার পাশাপাশি মাস্ক পরিয়ে দেন পুলিশ।এদিন একহাজার মাস্ক তুলে দেওয়া হয় কোলাঘাট বীট হাউস থানার পক্ষ থেকে।
No comments