লকডাউনের মধ্যে বনগাঁয় মুদি দোকানে চুরি
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
রাজ্য সরকারের দুদিন লকডাউন তারপরে রবিবার থেকে রবিবার অর্থাৎ আটদিন লকডাউন কথা ঘোষণা করেছে বনগাঁ প্রশাসন। ঠিক তার আগের রাতে বনগাঁ এক নম্বর রেলগেটের সুভাষপল্লী এলাকায় একটি মুদির দোকানে চুরির ঘটনা ঘটলো। দোকানের টিনেরচাল কেটে চোর প্রবেশ করে এবং দোকানে ক্যাশ বাক্স থেকে নগদ কিছু টাকা, চাল ও বেশ কিছু মোদি দ্রব্য নিয়ে চম্পট দেয় চোর। আজ সকালে দোকানে এসে দোকান মালিক দেখতে পান তার দোকানের জিনিস পত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দোকানে ঢুকে দেখেন ক্যাশ বাক্স থাকা টাকা ও বেশ কিছু মুদি দ্রব্য চুরি গিয়েছে। বনগাঁ থানায় চুরির লিখিত অভিযোগ করেছেন দোকানদার। দোকান মালিক সুশান্ত বিশ্বাস বলেন, দোকান থেকে চুরি যাওয়া দ্রব্য ও টাকা মিলিয়ে মোট ১৫ থেকে ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
No comments