Recent comments

ads header

Breaking News

৬৮৩ নাম্বার পেয়ে দশম স্থান অধিকার করেছে বালুরঘাট গার্লস হাই স্কুলের ছাত্রী রুপসা সাহা

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: বালুরঘাট গার্লস হাই স্কুলের ছাত্রী রুপসা সাহা এবারের মাধ্যমিকের মেধা তালিকায় ৬৮৩ নম্বর পেয়ে মেধা তালিকায় দশম স্থান অর্জন করে নিয়েছে।  যদিও সে স্কুলের প্রথম বিভাগ থেকেই সব ক্লাস প্রথম স্থান অর্জন করেই আজ বালুরঘাট গার্লস স্কুলের রাজ্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের যে সুনাম বরাবর বজায় রয়েভহে এই স্কুলের তা বজায় রাখল।  রুপসা মাধ্যমিকের টেস্টে ৬৮১ পেয়েছিল।  সে ক্ষেত্রে ফাইনালে ২ নম্বর পাওয়ায় সে ও তার বাবা মা খুশি।  পড়াশোনার পর অবসরে বই পড়া,  টিভি  দেখা ও নাচ শিখত সে।  আগামী তে সে ডাক্তার হয়ে নিজেকে গরিব অসহায় মানুষের সেবায় নিযুক্ত হতে চায় বলে সে জানিয়েছে।  পাশাপাশি সে জয়েন্ট ও নিট পরীক্ষায় বসবে বলে জানিয়েছে রুপসা।

No comments