বনধের সমর্থনে রাস্তায় নামতেই শিলিগুড়িতে গ্রেফতার বিজেপির একাধিক নেতা কর্মী
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনায় উত্তরবঙ্গে ১২ ঘন্টা বনধের ডাক দেয় বিজেপি। এদিন সকাল থেকেই শহর শিলিগুড়িতে বনধ সমর্থনে রাস্তায় নামতেই বিজেপি নেতা কর্মীদের আটকে দেয় পুলিশ। এবং গ্রেফতার করা একাধিক নেতা কর্মীদেরও। এর পাশাপাশি বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল হাসমিচকে নামতেই তাকে প্রথমে আটকে দেয় হয়। এরপর শুরু হয় ধস্তাধস্তি। এবং তাকে গ্রেফতার করে পুলিশ।অপরদিকে এই বনধ ঘিরে যাতে শহর শিলিগুড়ি ও আশেপাশের এলাকায় কোথায় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।
No comments