টেঙ্গাবেড়িয়া কৃষি সমবায় সমিতিরর সম্মুখে তৃণমূলের অবস্থান বিক্ষোভ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ অনুসারে আজ জৌগ্ৰাম অঞ্চল তৃনমূল কংগ্রেসের নেতা রেজাউল হক ও মৃদুল কান্তি মন্ডলের কো অপারেটিভ ব্যাংকগুলির হস্তক্ষেপের বিরুদ্ধে টেঙ্গাবেড়িয়া কৃষি সমবায় সমিতিরর সম্মুখে একটি বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত হলো।এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, জামালপুর পঞ্চায়েত সমিতির সদস্যা মিঠু ঠালি , সমিতির সদস্য বিশ্বনাথ বিশ্বাস , জৌগ্ৰাম গ্ৰাম পঞ্চায়েতের সদস্য কৃষ্ণা সরকার, রীনা এদবার যুব নেতা সুদীপ মজূমদার সহ এলাকার তৃণমূল কর্মী ও সমর্থক বৃন্দরা।
No comments