মন্ত্রী স্বপন দেবনাথের হাত ধরে প্রায় শতাধিক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ এর নেতৃত্বে, কালনা ১ নং ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ দেবনাথ মহাশয়ের হাত ধরে, ধাত্রী গ্রামের গ্রামকালনা বুথে এদিন প্রায় ১০০ জন বিজেপি, সিপিএম কর্মী তৃণমূলে যোগদান করলেন ।তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, ও তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শ্রী সৌরভ দেবনাথ । এদিন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “কোভিড-১৯ কে আমরা ভয় না মানুষের পাশে দাঁড়াচ্ছি । আমরা মানুষের কথা ভাবছি নিজেরদের কথা নয়। আর এই কর্মযজ্ঞ শিখিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আমপান দুর্গতদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রী শিখিয়েছেন, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করে যেতে হবে। সমস্ত তৃণমূল কর্মীরা আজ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছেন। আমাদের যে উন্নয়নমূলক কর্মকান্ড সেই কর্মকান্ডে সামিল হতেই আজ ১০০ জন মানুষ তৃণমূলে যোগদান করলেন।
No comments