দক্ষিণ দমদম পুরসভার লেকটাউনে মমতা ব্যানার্জীর পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা
সৌভিক সরকার, নিউজ অনলাইন: দক্ষিন দমদম পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত লেকটাউনে বিদায়ি কাউন্সিলর মানস রঞ্জন রায়ের দলীয় কার্যালয়ের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেটে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। রাত ১২:৩০ নাগাদ দুই দুষ্কৃতী এসে পার্টি অফিসের সামনে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্লেড দিয়ে কেটে দেয় সেই সময় এক দলীয় কর্মী অরূপ দে রাতে সেখানে ঘুমোচ্ছিল। সে দেখতে পেয়ে প্রতিবাদ জানায়। তাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয় দুষ্কৃতীরা। এরপর অরূপ বাবু বিষয়টি সকালবেলায় মানুষ রঞ্জন রায় কে জানায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায় দুই দুষ্কৃতী ব্লেড দিয়ে মুহুর্তের মধ্যে ছবি কেটে পালিয়ে যায়। মনে করা হচ্ছে এলাকায় অশান্তি তৈরি করার জন্য এই কান্ড ঘটনা হয়েছে। মানস বাবু জানিয়েছেন বিরোধীরা এই ঘটনার সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে।
No comments