অল্প বৃষ্টিতেই জল জমে দুর্বিষহ হয়ে ওঠে বালুরঘাট পৌরসভার উঁচাবঙ্গি এলাকার মানুষের জনজীবন
শিবশঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: অল্প বৃষ্টিতেই জল জমে দুর্বিষহ হয়ে ওঠে বালুরঘাট পৌরসভার অন্তর্গত উঁচা বঙ্গি এলাকার মানুষদের জীবন। জানা গেছে এই এলাকায় বন্যার জল ওঠে না বললেই চলে। কিন্তু অল্প বৃষ্টিতেই এই এলাকায় জমি যায় জল ফলে এই এলাকার মানুষদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বিগত কয়েকদিন ধরেই বালুরঘাট শহরে বৃষ্টি হয়ে চলেছে ভালোই সেই কারণে পুনরায় জলমগ্ন এই এলাকা। পাশাপাশি এই এলাকার মানুষদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর এই জলের মশার জন্ম হয়ে এলাকায় মশার উৎপত্তি বেড়েছে পাশাপাশি মানুষদের মনে তৈরি হয়েছে ডেঙ্গুর ভয়। সেই কারণে আজ সেই কারণে আজ বালুরঘাট বিজেপি মন্ডলের পক্ষ থেকে বিজেপি নেতৃত্ব এই এলাকায় পরিদর্শনে যান এবং পাশাপাশি এই এলাকার মানুষের সঙ্গে কথা বলেন বিজেপি অভিযোগ প্রথম বাম পরিচালিত পৌরসভা এবং তৃণমূল পরিচালিত পৌরসভার পরিকল্পনাহীন ভাবে তৈরি করার ফলে এলাকার মানুষদের এই সমস্যার সম্মুখীন হতে হয় তাই তারা আগামী দিনে এই সমস্যার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে বিজেপি নেতৃত্ব জানিয়েছেন।
No comments