দিঘার সমুদ্রে শুরু হলো জলোচ্ছ্বাস
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: দিঘার সমুদ্রে শুরু হলো জলোচ্ছ্বাস। অমবস্যার ভরা কোটালে সমুদ্রের জল ফুলে ফেঁপে উঠেছে। আর সেই জল লাফিয়ে লাফিয়ে সমুদ্র পাড়ে উপচে পড়ছে। করোনার কারনে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘায় পর্যতট প্রায় শূন্য। ফলে গুটি কয়েক পর্যটক যারা সমুদ্রে পাড়ে রয়েছে তারাই সমুদ্রে অপরুপ দৃশ্য উপভোগ করছে। পর্যটকদের সাবধান করতে মতায়েন করা হয়ে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বার বার ধরে পর্যটকদের সমুদ্রের পাড়ে যেতে নিষেধ করা হচ্ছে।হাল্কা মেঘালা আকাশের মাঝে সমুদ্রের জলোচ্ছ্বা যা পর্যটকরা তারিয়ে তারিয়ে উপভোগ করে চলেছে।বিকেল যত গড়াতে থাকবে জলোচ্ছ্বাস ততই বাড়বে বলে স্থানিয়রা জানিয়েছে।
No comments