Recent comments

ads header

Breaking News

জামালপুরে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের অবস্থান বিক্ষোভ

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: গোটা দেশজুড়ে নোভেল করানো ভাইরাসের জেরে  চলছে লকডাউন। এর  মাঝে কেন্দ্রের বিজেপি সরকার পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।  এরই প্রতিবাদে রাজ্যজুড়ে একাধিক প্রতিবাদ মূলক কর্মসূচির ডাক দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।  বুধবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার  জামালপুর ব্লকের বিস্তীর্ণ এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূল কর্মী সমর্থকরা।  বুধবার জামালপুর ব্লকের রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান,  জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ ভূতনাথ মালিক,  জামালপুর 2 নম্বর অঞ্চল তৃণমূল নেতা মিঠু পাল,  জামালপুর  নম্বর অঞ্চলের উপপ্রধান শাহাবউদ্দিন মন্ডল এবং  তৃণমূল কংগ্রেসের কর্মীরা।  জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মাহমুদ খান বলেন,  কেন্দ্রের জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের আজকের এই  প্রতিবাদ।  নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মেনে আগামী 13 তারিখ পর্যন্ত প্রতিবাদ চলবে।  তিনি আরও বলেন সাধারণ মধ্যবিত্ত মানুষের স্বার্থে তিনি ও নিজের মতো করেই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

No comments