২১শে জুলাই এর মঞ্চ তৈরি করাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তেজনা
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
কলকাতা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিসের সামনে দমদম রোডে মঞ্চ করাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আগামীকাল একুশে জুলাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল জনসভা করবেন সেই কারণেই মঞ্চ করা হচ্ছিল জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে তৃণমূল নেত্রীর ভাষণ শোনানো হবে সেখানে অভিযোগ সেই সময় ৪ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর গৌতম হালদারের লোকজন অভিযোগের তীর দীপক সাউ আরো বেশকিছু অনুগামীদের বিরুদ্ধে তৃণমূল বিধায়ক মালা সাহা ঘনিষ্ঠ নেতা রবিন ঘোষ ও খুকু ব্যানার্জি তার লোকজন এই মঞ্চ বানাচ্ছিল সেই সময়ে দীপক সাউ ও তার লোকজন এসে ইট ছোড়ার অভিযোগ এবং হুমকি দেয় মঞ্চ করতে দেবে না পাল্টা অভিযোগ সমীর ব্যানার্জি আমরা দীর্ঘদিন ধরে পার্টি অফিসে বসি যারা মঞ্চ করছে তারা এই পার্টি অফিসে বসে না যখনই কোনো অনুষ্ঠান থাকে পার্টি অফিসের সামনে ঘোরাফেরা করে ঝামেলা করার চেষ্টা করে এই ঘটনায় বিদায় কাউন্সিলর গৌতম হালদার কে ফোন করলে জানান যে কেউ মঞ্চ করুক বা শহীদের বেদীতে মাল্যদান করুক আমরা মালা দেব কি হচ্ছে না হচ্ছে জানিনা পাল্টা মালা সাহার দাবি গৌতম হালদার কে জিজ্ঞেস করুন আমি এই ব্যাপারে কোন কিছু বলবো না।
No comments