কাঁচরাপাড়ায় ফের আক্রান্ত বিজেপি কর্মী, অভিযুক্ত তৃণমূল
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
শুক্রবার রাত্রিবেলা কাজ সেরে বাড়ি ফেরার সময় কাঁচরাপাড়া ছোট জোনপুর মোড় সংলগ্ন এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় উমেশ যাদব(৪০) নামে এক বিজেপি কর্মী, এমনই অভিযোগ করছেন তিনি। এর আগেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার ওপর হামলা চালিয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি বিজেপি করেন বলেই তার উপর এই আক্রমণ বলে তিনি অভিযোগ করেছেন।
অন্যদিকে এই ঘটনা ভিত্তিহীন বলে জানিয়েছেন বীজপুরের যুব তৃণমূল নেতা সুজিত দাস, তিনি আরও জানিয়েছেন এটা বিজেপির নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্ব, এটা চাপা দেওয়ার চেষ্টা করছে বিজেপি।
No comments