গাইঘাটায় তৃণমূল অঞ্চল সভাপতি উপরে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের অভিযোগে গ্রেফতার এক বিজেপি সমর্থক
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা গাইঘাটার ইছাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক ঘোষ বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে তার পেট্রোল পাম্পে যাওয়ার সময় আমকোলায় এলাকায় তার উপরে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় শৈলেন ঘোষ নামে ব্যক্তি। কার্তিক ঘোষর মাথায় দা দিয়ে কোপ মারতে গেলে তিনি হাত দিয়ে ধরে ফেলে দা। শৈলেন ঘোষ বিজেপি সমর্থক বলে জানাগিয়েছে। তিনি এলাকায় নানা দুষ্কর্মের সঙ্গে জড়িত বলে বলে দাবি করা হয় তৃণমূলের। শৈলেন ঘোষের বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে কার্তিক ঘোষ। অভিযোগ পেয়ে শৈলেন ঘোষ কে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানা পুলিশ। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে।
No comments