মাছের ভেড়ির লিজকে কেন্দ্র করে উত্তপ্ত হাড়োয়া, চলল গুলি-বোমা
সৌভিক সরকার, নিউজ অনলাইন: হাড়োয়ার ন পাড়া এলাকায় প্রায় 10 বিঘে খাস জমি লিজ টাকা কে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে বলে জানা গেছে। এই ন পাড়া এলাকার বেশ কিছু মানুষ খাস জমি দখল করে চাষবাস করতো। সেই জমি মাছ চাষের জন্য লিজ নেয় এলাকার তৃণমূল নেতা তথা হাড়োয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আব্দুল খালেক মোল্লা অনুগামীরা। অভিযোগ সেই জমির টাকা অনেকদিন ধরে দিচ্ছে না। এই টাকা না দেওয়ায় হাড়োয়ার অপর তৃণমূল নেতা তথা মিনাখা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল এর অনুগামীরা ওই খালেক মোল্লার অনুগামীদের চাপ দিতে থাকে। এইটা কাকে কেন্দ্র করে রবিবার সকালে এলাকার এক তৃণমূল কর্মীর গোষ্ঠীরা তৃণমূল কর্মীদের উপর বোমা ও গুলি চালায় বলে অভিযোগ। ঘটনায় এক গর্ভবতী সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
No comments