নকশালবাড়িতে বন বিড়ালের বাচ্চাকে কেন্দ্র করে চিতা বাঘের আতঙ্ক ছড়াল
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন :
মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের ছোট মনিরামজোতেরর নদী সংলগ্ন এলাকায় বন বিড়ালের বাচ্চাকে কেন্দ্র করে চিতা বাঘের আতঙ্ক ছড়াল। জানা গিয়েছে যে এদিন মেচী নদী সংলগ্ন সোশ্যাল ফরেস্ট্রি জঙ্গলের ঝোপঝাড় পরিষ্কার করা কালীন শ্রমিকরা তিনটি বনবিড়ালের বাচ্চা দেখতে পান। এতে ওই এলাকায় চিতাবাঘের আতঙ্ক সৃষ্টি হয়। এবং স্থানীয়রা তরীঘরী খবর দেন টুকরিয়াঝার বনবিভাগে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় টুকুরিয়াঝাড় বনবিভাগের বনকর্মীরা ও এস এসবির জাওয়ানরা। এরপর বনবিভাগ ওই বাচ্চা গুলি যাচাই করে। এবং সেগুলি চিতাবাঘ বাচ্চা নয় বনবিড়ালের বাচ্চা বলে জানিয়েছে বনবিভাগ। এরপর বনকর্মীরা ওই বাচ্চাগুলি যেখানে ছেড়ে দেয়।
No comments