অর্পিতা ঘোষকে সরিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতির পদে বসানো হল গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাসকে
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: অর্পিতা ঘোষকে সরিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতির পদে বসানো হল গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাসকে। বৃহস্পতিবার কলকাতায় দলীয় বৈঠকের পর জেলা তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে গৌতম দাসের নাম ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একইসাথে জেলা তৃণমূলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে বর্ষিয়ান তৃণমূল নেতা শংকর চক্রবর্তীকে। সূত্রের খবর, আগামীতে চেয়ারম্যানই মূল ভূমিকা পালন করবে দলের রণকৌশল তৈরিতে। যদিও অর্পিতা ঘোষকে স্টেট কো-অর্ডিনেটর কমিটিতে রাখা হয়েছে।
No comments