মেছেদায় রেডক্রস সমিতির উদ্যোগে পালিত হল ডক্টরস ডে
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ মেছেদায় রেডক্রস সমিতির পক্ষ থেকে আজ ডা. বিধান রায়ের জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে পালিত হলো ডক্টরস ডে বা চিকিৎসা দিবস।মেছেদা বাসস্ট্যান্ড চত্বরে বিধান রায়ের প্রতিক্রিতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়।এরপর বিধান রায়ের জীবন আদর্শ নিয়ে চলে আলোচনা।এছাড়াও এদিন মেছেদা এলাকার চিকিৎসকদের করা হয় সন্মাননাজ্ঞাপন।
No comments