করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরল কল্যাণী বিধানপল্লীর কিশোরী
নিউজ অনলাইন: গত ১১ই জুন কল্যাণী বিধানপল্লীর বাসিন্দা সোনালি মজুমদার(১৪) এর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর পর প্রশাসনের উদ্যোগে তাকে কল্যাণী এস এন আর কার্নিভাল করোনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ২১শে জুন রবিবার সোনালি বাড়ি ফিরে আসে। সোনালি ফেরার পর তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেয় এলাকার মহিলারা সোনালি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকাবাসী, কারণ বেশ কিছুদিন ধরেই একটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল বিধানপল্লীর বাসিন্দারা। সোনালীর বাবা এবং এলাকাবাসীরা ধন্যবাদ জানিয়েছেন সমস্ত স্বাস্থ্যকর্মীদের এবং প্রশাসনকে।
No comments