Recent comments

ads header

Breaking News

নিউ দীঘায় হতে চলেছে পাওয়ার সাব স্টেশন

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: নিউ দীঘায় গড়ে উঠবে সাবস্টেশন।বৃহস্পতিবার পরিদর্শনে এলেন ডিভিশনাল এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার টেকনিক্যাল সৌম্যদীপ মুখার্জি সহ বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা।দিঘা কনভারসেশন সেন্টারের পেছনে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের 56 ডেসিিবেেল জায়গার উপর গড়ে উঠবে এই পাওয়ার স্টেশনটি।

রতনপুর মৌজার পাওয়ার স্টেশন টি গড়ে উঠলে অনেক সুবিধা হবে স্থানীয় বাসিন্দাদের। এই দিন গ্রামবাসীদের সাথে কথা বলেন বিদ্যুৎ দপ্তর আধিকারিকেরা।গ্রামবাসীদের মতামত নেন।সম্মতি জানান এলাকাবাসী।নিউ দিঘার জন্য আলাদা সাবস্টেশন গড়ে উঠলে দূর হবে নানান বৈদ্যুতিক সমস্যা।

No comments