ফাঁসিদেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাল বোঝাই ট্রাক, আহত ১
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর ফুলবাড়ী বাইপাস রোডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাল বোঝাই ১২ চাকা ট্রাক। এই ঘটনায় আহত হন ওই ট্রাকের চালক। জানা গিয়েছে যে ট্রাকটি ডালখোলা থেকে শিলিগুড়ি উদ্দেশে যাচ্ছিল। এরপর ফাঁসিদেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার উপরেই। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফাঁসিদেওয়ার থানার পুলিশ। এরপর পুলিশ আহতকে উদ্ধার করে ফাঁসিদেওয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যায়। যদিও প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয় ওই লড়ির চালককে। অপরদিকে এই ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যদিও পুলিশি তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আসে। এরপর ট্রাকটিকে উদ্ধার করে পুলিশ।
No comments