Recent comments

ads header

Breaking News

ভাটপাড়ায় ফের বোমাবাজি, উত্তপ্ত ভাটপাড়া

সৌভিক সরকার, নিউজ অনলাইন: 
ফের ভাটপাড়ায় বোমাবাজি। অভিযোগ দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় এলাকায় ব্যাপক আতংক ছড়িয়েছে।বোমাবাজি ঠেকাতে এলাকায় বিশাল পুলিশ বাহিনি এবং র‍্যাফ নামানো হয়েছে।এই ঘটনায় ভাটাপাড়া থানার পুলিশ শেষ খবর পাওয়া পর্যন্ত একজনকে আটক করেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পাটনা থেকে বেশ  কয়েকজন পরিযায়ী শ্রমীক মানিকপীড় এলাকায় আসেন গতকাল। কিন্তু তারা ১৪ দিন কোয়ারাইন্টাইনে না গিয়ে তারা এলাকায় ঘোরাঘুরি করছেন। এই নিয়ে এলাকার বাসিন্দারা প্রতিবাদ করলেই, ব্যাপক বোমাবাজি শুরু হয়। বোমায় একজন আহত হন।তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। 


তবে ভাটপাড়ার বিধায়ক পবন সিং এর অভিযোগ,   তোলা বাজি নিয়ে দুই গোষ্ঠীর  ঝামেলা বাধে।শুরু হয় বোমা বাজি। পুলিশের নিষ্ক্রিয় তার সুযোগেই দুষ্কৃতিরা বোমাবাজি করছে। উভয় পক্ষই তৃনমুলের।

ভাটপাড়ার তৃনমুলের কনভেনর ধরমপাল গুপ্তও তোলাবাজি নিয়ে ঝামেলার কথা বলেন। তবে এই ঝামেলায় তাদের দলের কেউ যুক্ত নেই বলে জানান ধরমপাল বাবু। তবে যেই থাকুক পুলিশকে ব্যবস্থা নেবার আবেদন জানানো  হয়েছে বলে জানান।

No comments