পূর্ণভবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হলো তপন ব্লকের ৭নং রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম
পূর্নভবা নদীর জল বেড়ে ওঠায় নদীর তীরবর্তী এলাকার মানুষের রাতের ঘুম উড়েছে। নদীর জল বেড়ে ওঠায় ভাঙতে শুরু করেছে বিভিন্ন এলাকার বাঁধ। সেই মতো রবিবার মধ্যরাতে পূর্ণভবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হলো দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ৭নং রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। বাঁধ ভাঙার ফলে জলে ভেসেছে এলাকার প্রায় ২০০ বিঘার পাটের জমি সহ ধানের চারা,শাকসবজি। যা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় রয়েছে এলাকার কয়েক হাজার গ্রামবাসী। তপনের পদপাড়া এলাকায় পূর্ণভবা নদীর বাধঁভাঙ্গার ফলে জলে ডুবেছে পাশবর্তী সুকদেবপুর,লক্ষ্মীপুর,ডাঙ্গাপাড়া,নওগাঁ সহ বেশ কয়েকটি গ্রাম। স্থানীয় সূত্রে খবর গত কয়েকদিন ধরেই বাড়ছিল পূর্ণভবা নদীর জল. এর ফলে বাঁধ ভাঙার আশংকা করছিলো তপনের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পদোপাড়া এলাকার মানুষজন,সেই আশংকায় সত্যি হলো। রবিবার রাত্রী ২ নাগাদ ভেঙে যায় এলাকার বাঁধ। যদিও গ্রামের মানুষজন অনেক চেষ্টাই করেছিল বাঁধভাঙা রোধ করতে কিন্তু কোন ফল হয়নি।বাঁধ ভেঙে প্লাবিত হলো প্রায় ২০০ বিঘার পাটের জমি সহ অন্নান্য ফসল। যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গ্রামবাসীদের বলে দাবি। যদিও এলাকার মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক গৌতম দাস।
No comments