Recent comments

ads header

Breaking News

জঙ্গলে চোরা শিকার রুখতে বন দফতরের হাতে আসল প্রশিক্ষিত কুকুর

সৌভিক সরকার, নিউজ অনলাইন: বনদফতরের জন্য দক্ষিণ ২৪ পরগনার সাউথ ডিভিশন ও গরুমারা জঙ্গলে চোরা শিকার রুখতে ও কাঠ চুরি আটকাতে কাজে লাগানো হবে প্রশিক্ষিত কুকুর।গোয়ালীয়র থেকে নিয়ে আসা হয়েছে ।সেখানে নয় মাসের ট্রেনিং হয়।তার সাথে চার জন স্টাফ কে ও পাঠানো হয়।তাদের ও ট্রেনিং হয়।প্রত্যেকটি কুকুরের সাথে দুজন করে থাকবে।২০ তারিখ ট্রেনিং শেষ হয়।আজ সকালে সল্টলেকের ডিয়ার পার্কে নিয়ে আসা হয়।আপাতত সেখানেই কিছুক্ষন বিশ্রামে থাকবে এর পর দুপুরের দিকে এই দুটি কুকুর তাদের গন্তব্য এর উদ্যেশে রওনা দেবে।

ডক্টর সুধীর চন্দ্র দাস (চিফ কনজারভেটর অফ ফরেস্ট ও ফিল্ড ডাইরেক্ট সুন্দর বন টাইগার রিজার্ভ) জানান.......... এই দুটি কুকুরের কাজ জঙ্গলে যে সব বন এবং বন্য প্রাণীর জন্য যে সব অবৈধ লোকজন কাজ করে চোরা শিকারি, কাঠ যারা চুরি করে সেই রকম লোকজনকে খুঁজে বার করা হবে এদের মূল দায়িত্ব।ইতিমধ্যেই দুটি কুকুর তাদের রয়েছে।একটি সুন্দরবন টাইগার রিজার্ভে এবং একটি বক্সার টাইগার রিজার্ভে।এখন আর দুটো যোগ হলো আগামী দিনে আরো দুটো আসবে এটা পরিকল্পনার মধ্যে আছে।এর ফলে চোরা শিকার আরো রোখা যাবে বলে আশাবাদী।
একটি কুকুরের নাম orlando (কালো কুকুর) এটি গরুমারা যাবে।অন্যটির নাম সায়ানা ( হলুদ কুকুর) এটি সাউথ ডিভিশন এ যাবে।

No comments