কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: এক মিনিট নীরবতা পালনের সাথে, শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে, চীনের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করলো পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের, কৈয়র গ্রাম পঞ্চায়েতের, সম্পর্ক সামাজিক সংগঠনের সদস্যরা। মাতৃভূমিকে সুরক্ষিত রাখতে যে বীর -সন্তানরা ভারত চীন সীমান্তে নিজেদের প্রাণ বলি দিলেন, তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ জানালেন সম্পর্ক সামাজিক সংগঠনের উদ্যোক্তা রথীন রায় সহ, ওই সংগঠনের অন্যান্য সদস্যরা। সামাজিক দূরত্ব মেনেই এই কর্মসূচির আয়োজন করা হয়। এর পাশাপাশি চীনের তৈরী সামগ্রী বয়কটের ডাক দেওয়া হয় এই সংগঠনের পক্ষ থেকে। ভারত চীন সীমান্ত এলাকায় উত্তেজনার পারদ যত চড়ছে, ততই চীনাপণ্য বর্জনের পক্ষে সরব হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের অনেক মানুষই। রাজ্যের তথা দেশে বিভিন্ন জায়গায় চলছে শহীদ বীর জওয়ানদের প্রতি সন্মান জানানোর কর্মসূচি। এদিন সম্পর্ক সামাজিক সংগঠনের তরফ থেকে, কালো পতাকা সহযোগে একটি মিছিলও বের করা হয়।
No comments