এবিভিপির পক্ষ থেকে চীনা প্রেসিডেন্টের ছবি জ্বালিয়ে প্রতিবাদ
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: বালুরঘাট ১৭ জুন চিনা ফৌজের অতর্কিত হানায় ভারতীয় ২০ জওয়ানের মৃত্যুর ঘটনার প্রতিবাদে চিনা প্রেসিডেন্টের ছবি পুড়িয়ে চিনের অগ্রাসী ভূমিকার তীব্র বিক্ষোভ জানাল এবিভিপি ।
আজ দুপুরে দক্ষিন দিনাজপুর জেলা এ বি ভি পি র পক্ষ থেকে বালুরঘাট থানা মোড়ে দলের কর্মী সমর্থকরা জাতীয় পতাকা র সাথে দলের পতাকা নিয়ে সামিল হয়ে চিনের বিরুদ্ধে এই ঘৃন্য ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখায়। সেই বিক্ষোভেই ছাত্র যুব দলের পক্ষ থেকে চিনা প্রেসিডেন্ট । সী জিং পিং এর ছবি পুড়িয়ে তাদের ক্ষোভ জানায়। পাশাপাশি চিনা পন্য বয়কটের ও দাবি জানায় জেলা এবিভিপির কর্মী সমর্থকরা।
No comments