সুন্দরবনের সুন্দর কামনায় এগিয়ে এলে কোলাঘাটের সংকেত ক্লাব
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ কোলাঘাটের সংকেত ক্লাবের উদ্যোগে সম্প্রতি আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত সুন্দরবন এলাকায় মানুষের পাশে দাঁড়ালেন। ১৭০টি পরিবারকে খাদ্য ও নিত্যসামগ্রী তুলে দেওয়া হয়।দক্ষিন ২৪ পরগনার সুন্দরবন এলাকার পাখিরালয় দ্বীপ ও হিংগলগঞ্জ এলাকায় এলাকায় তুলে দেওয়া হয় আমফানে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য।সংকেতের পক্ষ থেকে জানানো হয়,আগামী কিছুদিনের মধ্যে আবারো সুন্দরবন এলাকার মানুষের পাশে দাঁড়ানো হবে।
No comments