বাগডোগরা এয়ারপোর্ট মোড়ে চিনা সামগ্রী পুড়িয়ে প্রতিবাদ ব্যাবসায়ীদের
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
শুক্রবার শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্ট মোড়ে দোকানে থাকা সমস্ত চিনা সামগ্রী ফেলে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জনাল ব্যাবসায়ীরা। এর পাশাপাশি আগামীতে চিনা সামগ্রী বিক্রি করবেন না বলে জানিয়ে দেন ব্যবসায়ীরা। এই বিষয়ে এক ব্যবসায়ী বলেন যে চিনের হামলায় ভারতীয় সেনাদের হত্যার প্রতিবাদে আমরা এই মার্কেটের সকল দোকানে থাকা চিনার সামগ্রী জালিয়ে দিলাম। আর এখন থেকে কোনও দোকানে চিনের তৈরি কোনো সামগ্রী রাখা হবেনা। এবং সমস্ত ভাতীয় সামগ্রী রাখা হবে। এই সিদ্ধান্ত নিয়েছি আমরা সকল ব্যাবসায়ীরা। এর পাশাপাশি তিনি আরও বলেন যে আমাদের ভারতীয় জওয়ানদের মেরে যাচ্ছে চায়না। এবং আমাদের ভারতে চিনা সামগ্রী বিক্রি করে তাদের দেশ চলে। আর ভারতীয় জওয়ানদের পিঠের পেছনে মারছে তারা। তাই চিনা সামগ্রী কি ভাবে ব্যবহার করবো। এইটা মন থেকে মেনে নিতে পারছি না। এখন থেকে আর কোন চিনা সামগ্রী বিক্রি করবো না।
No comments