খণ্ডঘোষ ব্লক কৃষি দপ্তরের সহযোগিতায় উখরিদ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চাষীদের মধ্যে ধানের বীজ বিতরণ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লক কৃষি দপ্তরের সহযোগিতায় উখরিদ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উখরিদ গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রামের চাষীদের খাস ধানের বীজ প্রদান করা হলো, এবং সেটা সামাজিক দূরত্ব মেনেই । উপস্থিত ছিলেন বীজ প্রদান অনুষ্ঠানে, খণ্ডঘোষ ব্লক অধিকর্তা অসীম ঘোষ, উখরিদ অঞ্চল তৃণমূলের সভাপতি সেখ হাবিবুর রহমান সহ অন্যান্যরা।
খাস ধানের বীজ পেয়ে খুশি উখরিদ অঞ্চলের চাষীরা।
No comments