চীনা দ্রব্য বর্জন করে অর্থনৈতিক ভাবে ভাঙ্গতে হবে হামলাকারীদের: শুভেন্দু অধিকারী
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনারা নিজেদের প্রান আহুতি দিতে পিছপা হচ্ছেনা,সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকেও উদ্যোগী হতে হবে ।
শনিবার পূর্ব মেদিনীপুরের তমলুকের সুবর্ণ জয়ন্তী হলে সতীশ সামন্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাষ্ট এর আয়োজনে ভারতীয় সীমান্তে শহীদ ভারতীয় বীর সৈনিকদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে বলেন রাজ্যের পরিবহন সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী ।
এই সভায় মন্ত্রী ঘোষনা করেন ট্রাস্টের পক্ষ থেকে বাংলার শহীদ দুই সেনা জওয়ানের পরিবারের হাতে ১০ লক্ষ করে টাকা তুলে দেওয়া হবে ।মন্ত্রী বলেন সেনা জওয়ানেরা দেশের সীমানায় বিদেশী শত্রুদের বিরুদ্ধে লড়াই করছে।আমাদের লড়াই করতে হবে দেশের মধ্যে।আজ থেকে চীনা সামগ্রী কেনা-ব্যাবহার করা বন্ধ করে এই বহিশত্রুকে অর্থনৈতিক ভাবে আঘাত করার আহ্বান জানান তিনি।
No comments