শিলিগুড়ি মহকুমার বিজলিমুণি থেকে গাঁজা সহ আটক একটি পিকআপ ভ্যান
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিজলিমুণি এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি পিকআপ ভ্যান আটক করে পুলিশ। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গাঁজা। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অপরদিকে পুলিশ সূত্রে জানা গেছে যে ওই পিকআপ ভ্যান থেকে মোট ২২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এবং উদ্ধার হওয়া গাঁজার অনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। এর পাশাপাশি জানা গিয়েছে যে গাঁজাগুলো কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত আছে তা খতিয়ে দেখছেন বিধাননগর থানার পুলিশ।
No comments