পূর্ব মেদিনীপুরের মহিষাগোটে করোনায় আক্রান্ত এক নাবালিকা
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
এবার মারন করোনা ভাইরাসে আক্রান্ত হল এক নাবালিকা।এর জেরে আতংক ছড়ালো এলাকায়।তবে শুধু মহিষাগোট নয়,করোনা আতংক ধীরে ধীরে ছড়াচ্ছে সারা কাঁথি জুড়ে ।
পুর্ব মেদিনীপুর জেলার কাঁথি-১ ব্লকের মহিষাগোট পঞ্চায়েতের বেলতলা গোপালপুরের বাসিন্দা এক ১৫ বছরের নাবালিকা করোনায় আক্রান্ত হয়েছে।শুক্রবার এই রিপোর্ট আসার পরেই তাকে ও তার বাবা-মাকে করোনা হাসপাতালে নিয়ে গেছে প্রশাসন।
স্থানীয় সুত্রে জানা গেছে এই ১৫ বছরের নাবালিকা ও তার ভাই দিল্লীতে থাকতো বাবা-মায়ের সাথে।সেখানে নাবালিকার বাবা শ্রমিক ও মা গৃহ পরিচারিকার কাজ করতো।শ্রমিক স্পেশাল ট্রেনে চড়ে পুরো পরিবার ১১দিন আগে বাড়ি ফিরেছিলো।নিজেদের ঘরেই হোম কোয়ারেন্টাইনে ছিলো তারা ।
No comments