পাঁশকুড়া ব্লকের রাতুলিয়া গ্রামে মা রাতুলেশ্বরী মাতৃ আরাধনা মন্দির ট্রাস্ট ও সংহতি উৎসব কমিটির উদ্যোগে রক্তদান শিবির
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ পাঁশকুড়া ব্লকের রাতুলিয়া গ্রামে মা রাতুলেশ্বরী মাতৃ আরাধনা মন্দির ট্রাস্ট ও সংহতি উৎসব কমিটির উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির।এদিন সরকারী নিয়মবিধি মেনেই মোট ৩৫ জন রক্তদাতা রক্তদান করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র,জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস,বিধায়ক ফিরোজা বিবি,পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মালিক,পাঁশকুড়া থানার ওসি অজয় মিশ্র সহ বিশিষ্টজনেরা।করোনা ও আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে এই রক্তদান শিবির বলে জানান উৎসব কমিটি।
No comments