Recent comments

ads header

Breaking News

ক্ষতিগ্রস্ত না হয়েও যারা আমফানে ক্ষতিপূরণের টাকা পেয়েছে, তাদের টাকা ফেরত দিতে হবে

সৌভিক সরকার, নিউজ অনলাইন: মুখ্যমন্ত্রী সর্বদলীয় বৈঠক করে ঘোষণা করেন যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের সঠিক তালিকা তৈরি করতে হবে এবং যারা ক্ষতিগ্রস্ত না হয়েও টাকা পেয়েছেন তাদের টাকা ফেরত দিতে হবে। এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে প্রশাসন। কঠোর হাতে নিয়ন্ত্রণ করবার জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।  মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই নড়েচড়ে বসে জেলা প্রশাসন।  জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণের টাকা ফেরত দেওয়ার একটি ফর্ম  তৈরি করা হয়। সেই ফরম ফিলাপ করে ক্ষতিপূরণের টাকা ফেরত দিতে পারবেন।  ইতিমধ্যেই বনগাঁ ব্লকের এক তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ দুজন ব্যক্তি ক্ষতিপূরণের টাকা ফেরত দিয়েছেন।  বাগদা এবং গাইঘাটা ব্লকের ক্ষতিপূরণের টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।  জামা নেবার জন্যে ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

No comments