ফের চালু হল পূর্ব বর্ধমানের কাটোয়া বল্লভ পাড়া ফেরী পরিষেবা
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: সরকারিভাবে সমস্ত নিয়মবিধিকে মান্যতা দিয়ে, আনলক ১ পর্যায়ে চালু হয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া বল্লভ পাড়া ফেরী পরিষেবা। সকাল থেকে রাত্রি পর্যন্ত্য নির্ধারিত সময় অনুযায়ী চলছে বল্লভপাড়া ফেরি । সুদূর নদিয়া জেলা থেকেও মানুষজন আসছেন নিজেদের কাজ মেটাতে এই ফেরিঘাটের মাধ্যমে। সামাজিক দূরত্ব মেনে এবং মাস্ক কে বাধ্যতামূলক করে চলাচল করছে কাটোয়া বল্লভ পাড়া ফেরিঘাট। খুশি এলাকার মানুষজন।
No comments