বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গঙ্গারামপুরে বিজেপির কর্মীসভা
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হলো বিজেপির দলীয় কর্মিসভা। শুক্রবার এই কর্মিসভার আয়োজন করা হয়েছিল গঙ্গারামপুর কালীতলায় বিজেপির দলীয় কার্যালয়ে
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মন,সহ সভাপতি প্রদীপ সরকার,জেলা বিজেপির জেনারেল সেক্রেটারি স্বরূপ চৌধুরী,গঙ্গারামপুর টাউন মন্ডল সভাপতি মণিরত্ন সাহা সহ অন্নান্য দলীয় নেতা কর্মীরা। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমেছে তৃণমূল-বিজেপি সহ অন্নান্য রাজনৈতিক দলগুলি। কেউ এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। প্রসঙ্গত করোনা মোকাবিলায় গোটা দেশের সাথে সাথে রাজ্য জুড়ে চলছে লকডাউন। লকডাউন কিছুটা শিথিল হতেই আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমেছে রাজনৈতিক দলগুলি। দফায় দফায় জেলায় চলছে দলীয় কর্মীসভা। সেই মতো শুক্রবার গঙ্গারামপুর কালীতলায় অনুষ্ঠিত হলো বিজেপির দলীয় কর্মিসভা। যেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন সহ অন্নান্য নেতা কর্মীরা। এদিনের এই কর্মিসভা থেকে দলকে কিভাবে আরো শক্তিশালী ও মজবুত করা যায় সেই নিয়ে আলোচনা করা হয় দলীয় কর্মীদের মধ্যে।
No comments