করোনায় আক্রান্ত হয়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু, শোক সভা পালন ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
করোনায় স্বাস্থ্যকর্মীর মৃত্যু শোক সভা পালন ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে। এদিন উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা শাসক এস পুনমবলম,মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য,সহকারি স্বাস্থ্য আধিকারিক দুনম্বর তুলসি প্রামাণিক,গ্রামীণ ডিএসপি অচিন্ত্য গুপ্ত,ফাঁসিদেওয়ার বিডিও সঞ্জু গুহ মজুমদার,সিআই সুদিপ্ত সরকার,ব্লক স্বাস্থ্য আধিকারিক অরুনাভ দাস সহ ফাঁসিদেওয়া ব্লকের স্বাস্থ্যকর্মীরা। এদিন প্রথমে ওই স্বাস্থ্যকর্মীর ছবিতে মাল্যদান করেন। এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দার্জিলিং জেলা শাসক এস পুনমবলম বলেন যে একজন
স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। এবং এতে আমাদের অনেক ক্ষতি হল। উনার পরিবারের প্রতি সমবেদনা জানাই। এর পাশাপাশি তিনি আরও বলেন যে ওই স্বাস্থ্যকর্মী একজন করোনা যোদ্ধা ছিলেন। এবং তিনি ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে চক্ষু চিকিৎসক ছিলেন। এর পাশাপাশি ফাঁসিদেওয়ার লিম্বুটারি কোয়ারেন্টাইন সেন্টারে ডিউটি করেছেন। এরপর তাকে সেলফ কোয়ারান্টিনে পাঠানো হয়। এবং একদিন বাদেই তিনি বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন। এরপর ভর্তি করা হয় দিসান সারি হাসপাতালে। সেখানে তার রিপোর্ট নেগেটিভ আসলে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে থেকে তাকে রেফার করে দেওয়া হয় অন্য বেসরকারি হাসপাতালে। এবং বৃহস্পতিবার তার লালার নমুনা সংগ্রহ করা হয়। শনিবার তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে কাওয়াখালি দিশান কোভিড হাসপাতালে ভর্তি হয়। এবং শনিবার তার মৃত্যু হয়।
No comments