কাটোয়া ব্লকের উপ সংশোধনাগারে করা হলো সানিটাইজেশনের কাজ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমানের কাটোয়া ব্লকের উপ সংশোধনাগারে করা হলো সানিটাইজেশন এর কাজ। করোনা সংক্রমণ প্রতিরোধেই সংশোধনাগার চত্বরে স্প্রে করা হলো জীবাণুনাশক স্প্রে। উপ সংশোধনাগারে থাকা সমস্ত কয়েদিদের, এবং দায়িত্বে থাকা আধিকারিক ও কর্মীদের সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সংশোধনাগার নিকটস্থ যেইসব এলাকায় মানুষের আনাগোনা রয়েছে, এমন জায়গা চিহ্নিত করে জীবাণুনাশক স্প্রে করে পরিষ্কার পরিছন্ন করা হয় এদিন।
No comments